গত ২১/০৩/২০২৪ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, দিনাজপুর কর্তৃক বীরগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ সম্মেলন সভা কক্ষে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফজলে এলাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব গৌতম কুমার সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করেন। তিনি অনিরাপদ খাদ্যের ক্ষতিকর দিক তুলে ধরেন।তিনি বলেন শিক্ষকগণ জাতি গঠনের কারিগর তারা যদি ছাত্রছাত্রীদের নিরাপদ খাদ্য বিষয়ে দিকনির্দেশনা দেয় তাহলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে বলে তিনি তার বক্তব্যে বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল কালাম আজাদ তিনি নিরাপদ খাদ্যের কার্যক্রমকে স্বাগত জানান। প্রতিটি স্কুল এ নিরাপদ খাদ্য বিষয়ক প্রোগ্রাম করার আহ্বান জানান। জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা অনুষ্ঠানে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি কীটনাশক এর অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন। উক্ত কর্মসভায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেককে নিরাপদ খাদ্য বিষয়ক লিফলেট ও হ্যান্ডবুক বিতরণ করা হয় । সকাল ১১ ঘটিকায় শুরু হয়ে অনুষ্ঠানটি দুপুর ২ ঘটিকায় সফলভাবে সমাপ্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস